বুধবার, ২১ মার্চ, ২০১৮

বিধায়কের সেক্স ভিডিও ফাঁস ইন্টারনেটে!


পঞ্জাব:  মাস ঘুরলেই পাঁচরাজ্যে বিধানসভা নির্বাচন। চলছে রাজনৈতিক দলগুলির জোর প্রচার। আর এর মধ্যেই প্রকাশ্যে এল ফিরোজপুরের আকালি দলের বিদ্রোহী বিধায়ক শের সিং ঘুবায়ার সেক্স ভিডিও! আর এই সেক্স ভিডিও ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, এই সেক্স ভিডিও সামনে আসার পরেই রীতিমত কোনঠাসা শের সিং। যদিও এই বিষয়ে নিজের সাফাইও দিয়েছেন বিধায়ক শের সিং ঘুবায়ার। তাঁর দাবি, তাঁকে বদনাম করার জন্যই ওই কীর্তি করা হয়েছে। কিন্তু, তিনি যতই সাফাই দিন না কেন, মহিলার সঙ্গে শের সিং-কে যেভাবে ‘অশ্লীল ভাবে’ দেখা যাচ্ছে, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। শুধু প্রকাশ্যে আসা নয়, বিধায়কের কীর্তি রীতিমত ইন্টারনেটে ভাইরাল।
রসঙ্গত, পঞ্জাবের ফিরোজপুরের আকালি দলের বিদ্রোহী বিধায়ক শের সিং ঘুবায়া। শের সিং-এর ছেলে এবার কংগ্রেসের টিকিটে লড়াই করছেন। সেখানে দাঁড়িয়ে তাঁর এই কীর্তিতে যথেষ্ট চাপে কংগ্রেস সহ আকালি দল। যদিও এই বিষয়ে কোনও মুখ খুলতে নারাজ তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্যাটরিনার ‘সাবেক প্রেমিকে’র বাগদান

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সঙ্গে ...