কলকাতা: ভারতে ক্রিকেটও একটা ধর্ম৷ ক্রিকেটাররা এখানে রীতিমতো পূজিত হন৷বাইশ গজের যোদ্ধাদের মাঠের কার্যকলাপ নিয়েই ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চলে এই দেশে৷ ‘ইট, স্লিপ, ড্রিম ক্রিকেট’ বলতে যা বোঝায়, ঠিক তাই৷
ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও ফ্যানেরা উুঁকি মারতে পছন্দ করেন৷অবশ্যই তাঁদের বান্ধবী ও স্ত্রী’দের জানার উৎসাহই বেশি৷ এই প্রতিবেদনে দেশের সেরা ১০ হট ক্রিকেটার পত্নীদের তুলে ধরা হল৷ এবার আপনারাই বিচার করে নিন কে সেরা! সেই দায়িত্ব আপনাদেরই৷আমরা শুধু তুলে ধরলাম তাঁদের কথা৷
১) মায়ান্তি ল্যাঙ্গার: ‘হটেস্ট’ শব্দেরই সমার্থক মায়ান্তি৷ ভারতীয় দলের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির জায়া বছর বত্রিশের নয়া দিল্লির মেয়ে৷মায়ান্তি রুপে-গুণে বিমোহিত করেছেন অগুণিত দর্শককে৷ক্রিকেট থেকে ফুটবল৷স্পোর্টস শো হোস্ট করায় তাঁর জুরি মেলা ভার৷দেশের অন্যতম সেরা সঞ্চালিকা তিনি৷
২) গীতা বসরা: ভারতীয় দলের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং৷ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের সঙ্গেই বছর দুয়েক আগে সাতপাকে বাঁধা পড়েছেন গীতা৷ মডেল হিসেবে কেরিয়ার শুরু করা গীতা বলিউডে বেশ কয়েকটি ছবিও করেছেন৷ গীতার স্টাইল ও সৌন্দর্য্য আলাদা করে নজর কেড়ে নেয়৷
৩) হেজেল কিচ: বিজ্ঞাপন, বলিউড ও মডেলিংয়ের সৌজন্যে হেজেল কিচ ইন্ডাস্ট্রির চেনা মুখ৷‘বিগ বস’-এর ঘরেও থেকে এসেছেন হেজেল৷এই হেজেলকেই গতবছর বিয়ে করেন যুবরাজ সিং৷ ছ’ছক্কার মালিকের বউও রীতিমতো হট৷
৪) আরতি ভেঙ্কটেশ: কৃষ্ণমাচারি শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ৷বাবার নামের সুবিচার করতে না-পারলেও বছর তিরিশের অলরাউন্ডার পরিচিতি বাইশ গজে৷অনিরুদ্ধেরই স্ত্রী আরতি৷ চেন্নাইয়ের মডেল সে৷ভবিষ্যতে সিলভার স্ক্রিনেও তাঁকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে৷
৫) দীপিকা পাল্লিকল: দেশের অন্যতস সেরা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা৷কমনওয়েলথের সোনা জয়ী মেয়েই বছর চারেক আগে বিয়ে করেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্ত্তিককে৷দীপিকা নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা সুন্দরী খেলোয়াড়৷
৬) সাক্ষী ধোনি: ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বউ সাক্ষী৷আইপিএল-এর গ্যালারি হোক বা বিদেশ সফর৷সাক্ষীর উপস্থিতি বরাবরই আলাদা নজর কেড়ে নিয়েছে৷আফটার অল অধিনায়কের বউ বলে কথা৷সাক্ষী হট নন ঠিকই, কিন্তু কিউট তো বটেই৷নিত্যনতুন স্টাইল আর ড্রেসেই নিজেকে সাজান সাক্ষী৷ইনস্টাগ্রাম তিনি মাতিয়ে রাখেন৷
৭) প্রিয়াঙ্কা চৌধুরি: বছর দুয়েক আগে বিয়ে করেন সুরেশ রায়না৷ভারতীয় দলের মারকুটে বাঁ-হাতি স্টাইলিশ ব্যাটসম্যানের প্রিয়াঙ্কা নেদারল্যান্ডসের একটি ব্যাংকে কাজ করেন৷রায়না জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন ছোটবেলার বান্ধবীর সঙ্গেই৷ রায়নার বউও রীতিমতো সুন্দরী৷
৮) রীতিকা সজদে: ভারতীয় দলের ‘হিট ম্যান’ রোহিত শর্মা৷ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস রয়েছে কোহলির দলের এই ওপেনাররে দখলেই৷ আইপিএল ট্রফিটাও সবচেয়ে বেশিবার তিনিই পেয়েছেন৷এহেন রোহিতই ২০১৫-তে বিয়ে করেন রীতিকা সজদেকে৷ছ’বছরের প্রেমের সম্পর্কের পরেই শুভ পরিণয় হয় রোহিত-রীতিকার৷রীতিকা নিজেও স্পোর্টস ম্যানেজার হিসেবেই কাজ করেন৷
৯) সুস্মিতা রায় ও শ্রেয়সী রুদ্র: বঙ্গ ক্রিকেটের দুই মুখ মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা৷ ভারতীয় দলে যদিও তাঁরা ব্রাত্যদের তালিকাতেই৷ মনোজের স্ত্রী সুস্মিতা ও অশোকের ঘরণী শ্রেয়সী দু’জনেই থাকবেন সুন্দরী স্ত্রী’দের সেরা দশে৷ মনোজ-অশোক দু’জনেই দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পরেই বিয়ে করেছেন৷ সুস্মিতা-শ্রেয়সীরাও চোখ টানেন ফ্যানেদের৷
১০) অঞ্জলি তেন্ডুলকর: ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলির কথা না-বললে এই প্রতিবেদনই অম্পূর্ণ থেকে যাবে৷ আজও অঞ্জলির গ্ল্যামার বাকিদের ফিকে করে দিতে পারে৷ সচিন-অঞ্জলির ২৪ বছরের পার্টনারশিপ৷ আজও দু’জন একইভাবে লাইমলাইট কেড়ে নিতে পারেন৷
বুড়ো মামার কচি বৌয়ের পেটে আমার বাচ্চা, Boner Pasa Chodar Golpo পাছা মারার চটি
উত্তরমুছুন