সোমবার, ১৯ মার্চ, ২০১৮

ব্যাংককর্মী ছিলেন, হয়ে গেলেন বিকিনি মডেল! কিন্তু কেন জানেন?

মুম্বই: প্যাশনের চোটে মানুষ কি না কিই করে৷ সুখী জীবনযাপনের মায়াও ত্যাগ করে ফেলেন অনেকেই৷ তারই একটি জ্বলজ্বলে উদাহরণ জনপ্রিয় মডেল সিয়েরা মার্চেন্ট৷
আপনারা হয়তো অনেকেই চেনেন আজকের হট মডেল সিয়েরাকে৷ কিন্তু তাঁর অতীতটা কি আপনি জানেন? ছোট থেকেই মেধাবী ছিলেন তিনি৷ ব্যাংকের পরীক্ষা দিয়ে মোটা টাকার চাকরিও পেয়ে গিয়েছিলেন৷ কিন্তু কিছুতেই খুশি হতে পারছিলেন না সিয়েরা৷ নাম-যশ-প্রতিপত্তি সবই ছিল৷ কিন্তু মনের মতন তার ছিল না চাকরিটা৷ পরিবারের জন্য একেবারেই সময় দিয়ে উঠতে পারছিলেন না তিনি৷
অবশেষে, নিজেই নিলেন কঠোর সিদ্ধান্ত৷ চার বছরের নিশ্চিত ভবিষ্যতকে বিদায় জানিয়ে নাম লেখালেন মডেল দুনিয়ায়৷ শুরু হল কঠিন লড়াই৷ কিভাবে সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের চূড়ায় ওঠা যায়৷ সেই লড়াই৷ অবশেষে আজ তিনি সফল৷ আজ তিনি আর ব্যাংককর্মী সিয়েরা মার্চেন্ট নন৷ তিনি আজ জনপ্রিয় বিকিনি মডেল সিয়েরা মার্চেন্ট৷ ইনস্টাতেও রয়েছে তার বহু অনুগামী৷
তবে, কেরিয়ারের পাশাপাশি স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি৷ তার এই পেশায় স্বামীরও পূর্ণ সহযোগিতা রয়েছে বলে জানালেন সিয়েরা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্যাটরিনার ‘সাবেক প্রেমিকে’র বাগদান

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সঙ্গে ...