লন্ডন: স্বামী মারা গিয়েছেন! কিন্তু তাতে কি হয়েছে?স্বামীর তোয়াক্কা না করেই রীতিমত বিবাহিত পুরুষদের সঙ্গে ডেট করে বেরান এই মহিলা৷ তবে, এ ঘটনা দেশের নয়৷ সুদূর লন্ডনের৷
জিনেথ লি৷ লন্ডনের চেলসার বাসিন্দা৷ প্রাক্তন জীবনে একজন মডেল ছিলেন এই মহিলা৷ তবে, বয়স হলেও চেহারার সৌন্দর্য এখনও ধরে রেখেছেন৷ এমনকি যথেষ্ট রূপবতীও তিনি৷ তাঁর এই রূপের ছোঁয়াতেই মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর প্রেমিকরা৷ একটি নয়৷ তিন তিনটি বয়ফ্রেন্ডকে নিয়ে সমান তালে আনন্দে দিন কাটাচ্ছেন জিনেথ৷ তাঁর এই বয়ফ্রেন্ডদের নিয়ে দিব্যি কাটান ভি-ডেও৷
ভ্যালেটাইন্স ডে আসতে বাকি মাত্র দু’সপ্তাহ৷ জিনেথের কাছে বছরের এই দিনগুলিই নাকি সবথেকে রোমান্টিক৷ হবে নাই বা কেন? বয়ফ্রেন্ডদের থেকে মূল্যবান গিফট পান যে জিনেথ৷ তবে, বয়ফ্রেন্ডরাও কিন্তু প্রত্যেকেই বিবাহিত৷ তবে, তাদের নিজেদের বউদের থেকে একটু বেশিই ভালোবাসেন তারা জিনেথকে৷ তাই এই আগামী দু’সপ্তাহ কিভাবে কাটাবেন জেনিথ? তা ইতিমধ্যেই ছক কষে নিয়েছেন৷ এক একটা রাতে এক একটি বয়ফ্রেন্ডের সঙ্গে কাটিয়ে ভ্যালেন্টাইনস সপ্তাহটাকে পুরোপুরি এনজয় করতে চান জেনিথ৷
তবে, ভ্যালেন্টাইনস ডে-র আগেই দু’সপ্তাহ প্রেমিকদের সঙ্গে কাটালেও ভ্যালেটাইন্স ডে-র দিনটা একলা থাকতেই তিনি ভালোবাসেন৷ উল্লেখ্য, জেনিথের সঙ্গে তার এই তিন প্রেমিকের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়াতে৷ এদের প্রত্যেকেই মাল্টি মিলিওনিয়ার৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন