তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষা আবারও পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন বর্ষা।
গতকাল রোববার তাঁরা সন্তানের আকিকা করেছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন অনন্ত জলিল। নবজাতকের নাম তাঁরা রেখেছেন আবরার ইবনে জলিল।
দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমি আল্লাহর কাছে ছেলে চেয়েছিলাম। তাই পেলাম। বর্ষা ও আমি আমরা দুজনই অনেক খুশি। সন্তান ও আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
অনন্ত জলিল ও বর্ষার আরিজ নামের আরো এক পুত্রসন্তান রয়েছে। এখন তাঁর বয়স তিন। ছোট ভাইকে পেয়ে আরিজও অনেক উচ্ছ্বসিত বলে জানান অনন্ত জলিল।
দ্বিতীয় সন্তানের খবর ফেসবুকেও জানিয়েছেন অনন্ত জলিল। তাঁর ভেরিভাইড পেজে তিনি আজ দুপুরে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে আবরার ইবনে জলিল আর বড় ছেলে আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটছে। বন্ধুগণ, আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।’
অনন্ত জলিল ও বর্ষা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। তাঁদের অভিনীত ছবিগুলো হলো ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘খোঁজ : দ্য সার্চ’ ও ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন