সিডনি:
শপিংমলকে বেডরুম বানিয়ে নিল এক যুগল৷ অস্ট্রেলিয়ান এক যুগল ভিড়ঠাসা
শপিং মলেই মিলিত হলেন প্রকাশ্যে৷ আর সেই মিলনের ভিডিওকে রেকর্ড করে
ইন্টারনেটে ছড়িয়ে দিল দুই বন্ধু৷
শপিংমলে পথচলতি দুই বন্ধু আড়াল থেকেই
নিজের মোবাইল ফোনে রেকর্ড করে নেয় মুহূর্তটি৷ সেই ভিডিওতেই দেখা যায় এক
মধ্যবয়স্ক ব্যক্তি একজন মহিলার ওপর অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন৷ যে যুবক
ভিডিওটি ইন্টারনেটে পোষ্ট করেছেন তার নাম অ্যাব্রাহাম নেইডি৷
জানা গিয়েছে, ভিডিওটি পোষ্ট করা হয়েছে
সিডনির পিকহার্স্ট থেকে৷ ফেসবুক সোস্যাল মিডিয়ায় ভিডিওটি রবি বার রাতে
পোষ্ট করা হয়েছিল৷ ভিডিওটিতে ৩ হাজার ২১৩টি লাইক এবং ৭৪৮টি শেয়ার আসে৷
মজা করার উদ্দেশ্যে ভিডিওটি দিয়ে নিজেই অস্বস্তি এবং বিরক্ত হন
অ্যাব্রাহাম৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন