কলকাতায় ভাইজান এলো রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি এ ছবির শুটিং স্পটে জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। কয়েকদিন আগেই বিচ্ছেদ হয়েছিল ঢালিউডের আলোচিত এ দম্পতির। ছাড়াছাড়ি হওয়ার পর খুব সহজে একজন একজনের মুখ দেখবেন না এমনটাই আভাস পাওয়া যাচ্ছিল।
তবে দুজনের দেখাটা হয়ে গেল খুব দ্রুতই। যদিও অপু নয় অনেক দিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন শাকিব। কলকাতায় ছবির শুটিংয়ে ওই সময় শাকিবের সঙ্গে ছিলেন শ্রাবন্তী ও পায়েল। জয়কে কোলে নিয়ে আলাদা করে ছবি তোলেন ওপার বাংলার এই অভিনেত্রীরা।
এরপর ভারতের একটি পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে শাকিবের কাছে জানতে চাওয়া হয়, জয় তো অনেক ছোট। আপনিও থাকেন ব্যস্ততার মধ্যে। ও কি আপনাকে মিস করে? এ বিষয়ে নিজের সাফ জবাবটাই দিলেন এ তারকা, ‘করে তো বটেই। আমিও ভীষণ মিস করি। কিন্তু কী করব। কাজ তো করতেই হবে।’
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আপনার। কিন্তু দেখা হওয়ার পর বিচ্ছেদের কোনো তিক্ততা নজরে এল না…। সাংবাদিকদের এমন প্রশ্নে শাকিব বলেন, ‘সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রামের মা আর আমি ওর বাবা। ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা শিলিগুড়ি যাবে। একটা মানত ছিল, সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।’
অথচ দেখা হওয়ার পর কোনো কথাই হয়নি শাকিব-অপুর মধ্যে। শুটিং স্পটে ছেলেকে নিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ছিলেন অপু। উপস্থিত লোকজনের অনেকেই জয়কে কোলে নিয়ে আনন্দে মেতে ওঠেন। তাদের অনেকের সঙ্গেই অপুর কথা হয়, শুধু শাকিবের সঙ্গে হয়নি।
শাকিবও জানিয়েছিলেন, ‘আমাদের মধ্যে এখন যেহেতু কোনো সম্পর্ক নেই, তাই অকারণে কথা বলার দরকার নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন