বাংলাদেশি ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর নাগিন নাচ এখন দেশ-বিদেশে উদযাপনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে এই ড্যান্স দিতে দেখা গেছে অনেক খ্যাতনামা ব্যক্তিকেও। তা বাদ যাবেন কেন অভিনয় শিল্পীরা। না, বাদ যাননি তারাও। ক’দিন ধরে সবার মতো তারকাদের ওয়ালে ওয়ালেও নাগিন নাচের চমৎকার সব ভিডিও ঘুরে বেড়াচ্ছেন।
তবে এবারের ব্যাপারটি একটু আলাদা। মেকআপরুমে দলবলে নাগিন গানের সঙ্গে নাচলেন অভিনেত্রী নাবিলা ইসলাম। তার সঙ্গে সমান তালে নাচলেন অভিনেতা সাজ্জাদ রেজা, তরুণ নির্মাতা শহিদ উন নবী, সাথী মাহমুদ। শুটিংয়ের রিহার্সালের ফাঁকে তাদের এমন নাগিন নাচের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে দর্শকরাও বেশ বিনোদিত হচ্ছেন। জানা গেছে, বাংলাদেশ-ভারতের শ্বাসরুদ্ধকর ম্যাচের আগে টাইগারদের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা এই নাগিন ড্যান্স দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন