স্টাফ রিপোর্টার, কলকাতা: ‘কে আপন কে পর’ সিরিয়াল বেশ কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল।আর তাঁর সঙ্গেই জনপ্রিয় হয়েছে এই সিরিয়ালের চরিত্র গুলো। তাঁর মধ্যে একটা জনপ্রিয় চরিত্র হল পালক। বাড়ির মেজ বউ হিসাবে বেশ জমিয়ে ফেলেছিল অনন্যা। এর আগেও বহু ধাঁচের চরিত্রে দেখা গেছে তাঁকে।
তবে বাস্তবে একেবারেই চরিত্রের মত নয় তিনি।রিল লাইফের থেকে রিয়েল লাইফে ভীষণই সাহসী অনন্যা। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ তিনি। মেকাআপ রুম থেকে শুরু করে ঘুরতে যাওয়া সব কিছুরই আপ ডেট দিতে থাকেন সব সময়।
সেরকমই এবার পুজোর ছুটি কাটালেন গোয়া তে। আর সেখানে গিয়ে প্যারা গ্লাইডিং করতে দেখা গেল তাঁকে। একেবারে দুঃসাহসিক ভিডিও দিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন ফ্যান দের। সমুদ্রের মাঝে প্যারাসুটে করে ওড়া একেবারেই চারটি খানি কথা নয়। তবে অনন্যা এরকম ঝুঁকি নিতে বেশ পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি ঘুরে বেড়ান তাঁর কাছে আলাদা ভালো লাগা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন