শুটিং সেটে পুত্র আব্রাম খানকে নিয়ে যান অপু বিশ্বাস। সেখানে জয়কে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হন শাকিব খান। এছাড়া শুটিং সেটে থাকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী, পায়েল সরকারসহ অনেকেই আব্রামকে কোলে নিয়ে ছবি তোলেন।
এ বিষয়ে জানতে এই প্রতিবেদক কথা বলেন অপু বিশ্বাসের সঙ্গে। হঠাৎ করে কেন ভারতে গিয়েছিলেন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস একটি জনপ্রিয় অনলাইন নিউজকে বলেন, ‘আমার ছেলের একটা মানত ছিল, তা পূরণ করতেই আমি ভারতে গিয়েছিলাম।
সেখানে আমার পরিবারের লোকজন বেশি থাকে। তাই বাবুকে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা সবাই একসঙ্গে ঘোরাঘুরি করেছি। বলতে পারেন আমাদের গেট টুগেদার।’
শাকিব খানের শুটিং সেটে তাকে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাবুর বাবা সেখানে বাবুকে নিয়ে আমাকে ডেকেছেন। সে তার নিজ দায়িত্বে গাড়ি, হোটেল রুম ঠিক করা, শপিং করানোসহ সব কিছু করেছেন।
আমরা হোটেলে পাশাপাশি রুমে এক রাত ছিলাম। আমরা দ্য পার্ক হোটেলে (কলকাতা) ছিলাম। বাবুর বাবা বলেছিলেন, আরো একদিন থাকতে। কিন্তু বাবুর মানতের কারণে থাকতে পারিনি।’
ভারতে বিভিন্ন স্থানে প্রায় এক সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরেন অপু বিশ্বাস। ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন