টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং সংস্কারি ‘বউমা’ তিনি। ফলে বিগ বস হাউজেও
তাঁর জনপ্রিয়তা বাড়তে শুরু করে হু হু করে। তা সত্ত্বেও, গ্র্যান্ড
ফিনালেতে হাজির হয়ে বসের ঘরের শিরোপা জিতে নেন ‘ভাবিজি’ শিল্পা শিন্দে। বিগ
বসের মুকুট তাঁর মাথায় না উঠলেও, হিনা খের জনপ্রিয়তায় কিন্তু কোনও ভাটা
পড়েনি। কিন্তু, এবার সেই হিনা খানক-কেই পড়তে হল নোংরা আক্রমণের মুখে।
টুইটারে হিনা খানকে আক্রমণ শুরু করেন নেটিজেনদের একাংশ। তাঁর অভিনয়, ফ্যাশন সবকিছু নিয়েই আক্রমণের মুখে পড়তে হয় হিনাকে। নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়ে এবার একাউন্ট ডিলিট করে দেওয়ার হুমকি দিলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।
তিনি বলেন, যেভাবে তাঁকে বার বার আক্রমণ করা হচ্ছে, তাতে যে কোনও সময় তিনি একাউন্ট ডিলিট করে দিতে পারেন। ভালবাসা ছড়ান আরও বেশি করে। বার বার যদি সোশ্যাল সাইটে তাঁকে এভাবে ট্রল করা হয়, তাহলে তিনি একাউন্ট ডিলিট করে দেওয়ার মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন হিনা।-জিনিউজ
টুইটারে হিনা খানকে আক্রমণ শুরু করেন নেটিজেনদের একাংশ। তাঁর অভিনয়, ফ্যাশন সবকিছু নিয়েই আক্রমণের মুখে পড়তে হয় হিনাকে। নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়ে এবার একাউন্ট ডিলিট করে দেওয়ার হুমকি দিলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।
তিনি বলেন, যেভাবে তাঁকে বার বার আক্রমণ করা হচ্ছে, তাতে যে কোনও সময় তিনি একাউন্ট ডিলিট করে দিতে পারেন। ভালবাসা ছড়ান আরও বেশি করে। বার বার যদি সোশ্যাল সাইটে তাঁকে এভাবে ট্রল করা হয়, তাহলে তিনি একাউন্ট ডিলিট করে দেওয়ার মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন হিনা।-জিনিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন