এয়ার হোস্টেসের পরীক্ষা দিতে গেলে একসময় মহিলাদের পরীক্ষা দিতে হল নিজেদের স্তনের৷ সম্প্রতি ফাঁস হলো এমন একটি শকিং ভিডিও
১৯৩০ দশকের এই ভিডিওতে দেখা গিয়েছে, ডাক্তার আবেদনকারীর স্তন স্পর্শ করে পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ আপাতত এই নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিওটি ১৯৩৬ সালের ইউনিভার্সাল নিউজরিলের৷ সেক্সিজম তখনও যে বিশ্বজুড়ে রাজত্ব করছিল, তারই একটা প্রমাণ এই ভিডিওটি৷ আবেদনকারীরকে তখন শারীরিক পরীক্ষা দিতে গোল্ডেন গেট ব্রিজে নিয়ে যাওয়া হত৷ ভিডিওয় দেখা গিয়েছে, সেখানেই এক আবেদনকারীর বুকে হাত দিয়ে পরীক্ষা করছেন চিকিৎসকরা৷ এভাবেই হয় বক্ষের পরীক্ষা৷
কোমর নিতম্বের পরীক্ষাও তদানুরূপ৷ ভিডিওয় সেই দৃশ্যও দেখা গিয়েছে৷ কোমরের মাপ পরীক্ষা করার জন্য আবেদনকারীকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হত৷ আর নিতম্বের পরীক্ষা যেভাবে করা হত, তা ভাষায় বোঝানো দুষ্কর৷
সেই সঙ্গে এই এয়ারলাইন্স আরও একটি শর্ত আরোপ করত৷ যারা ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে যোগ দেবে, তাদের অবশ্যই সিঙ্গল হতে হবে৷ নাহলে চাকরি মিলবে না৷
লিঙ্গভেদ, সেক্সিজম, নারী-পুরুষ বৈষম্য যাই বলা হোক না কেন, ভিডিওটি দেখার পর সেই প্রশ্ন আরও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে৷ বরাবরই পাশ্চাত্যকে প্রাচ্যের থেকে এগিয়ে বলে ধরা হয়৷ সেই দেশে অবলীলায় এমন অশালীন আচরণ দেখা যাওয়া প্রশ্নের ঝড় বইছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন