যৌনতার বিষয় অনেক কিছুই অব্যক্ত রেখে দেন নিজের মনে। কারণ, একটাই। ছোটো থেকে আমাদের সমাজ শিখিয়েছে, যৌনতা নিয়ে সব কিছু করো, কিন্তু আলোচনা কোরো না। ফলে, মনের মধ্যে কিছু প্রশ্ন অব্যক্তই থেকে যায়। যার কারণে আজও স্বামী-স্ত্রী মিলিত হলেও তাঁরা সেক্স নিয়ে আলোচনা করেন না।
সেক্সোলজিস্টরা বলেন, মহিলাদের যৌন অসন্তুষ্টির ৩টি প্রাথমিক কারণ আছে। জেনে নিন। তা হলে হয়তো, সঙ্গীর মন বুঝতে সুবিধে হবে –
১. সঙ্গীর সঙ্গে আলোচনা না করা : আজও আমাদের সমাজে যৌনতা নিয়ে তেমন আলোচনা হয় না। এই ট্যাবু থেকে বেরিয়ে আসার সময় এসেছে। সঙ্গীর ভালোলাগা-মন্দলাগা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করুন। তার মতামতকেও প্রাধান্য দিন। মাঝেমধ্যে তাঁর ভালোলাগাকেও সময় দিন।
২. সঙ্গীকে সময় না দেওয়া : কথাতেই আছে, পুরুষদের আবেগ থাকে কম। মহিলারা অনেক বেশি ইমোশনাল। ফলে সেই ইমোশনে ঘাটতি দেখা দিলে তার কোপ পড়তেই পারে আপনাদের সেক্স লাইফে। তাই ব্যস্ত সময়ের মধ্যেও সঙ্গীকে সময় দিতে চেষ্টা করুন।
৩. বোরিং সেক্স লাইফ : সেই মুহূর্তে সঙ্গীর চাহিদা বোঝার চেষ্টা করুন। একঘেয়ে ব্যাপার না করে ইন্টারেস্টিং কিছু করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন