সোমবার, ১৯ মার্চ, ২০১৮

ক্রিকেটারদের জন্যে পোশাক খুলবেন? বিস্ফোরক এই মডেল

মুম্বই:   ‘ন্যুড পোজ’ দিতে তিনি বিশেষ ভাবেন না৷ সদ্য প্রকাশিত ‘প্লে বয়’ ম্যাগাজিনে তাঁকে বিনা বসনেই বেশ কয়েকটি ফোটোশ্যুটেও দেখা গিয়েছে৷ কিন্তু ক্রিকেট বা ক্রিকেটারদের জন্য ‘স্ট্রিপ’ করা! নৈব, নৈব চ! তিনি মারাঠি মডেল অভিনেত্রী নিকিতা গোখেল৷
সম্প্রতি একটি পঞ্জাবী ছবিতে অভিনয় করার কথাও শোনা যাচ্ছে তাঁর৷ তাই এখন নিকিতাকে শুধুই মডেল বলা চলে না৷ অভিনয়ের জগতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁর ‘হট’ ফোটোশুটেও সমান সাবলীল৷ কিন্তু ক্রিকেট খেলাকে ঘিরে জামাকাপড় খুলে ফেলার একেবারেই পক্ষপাতি নন তিনি৷
নিকিতা জানাচ্ছেন, আগে তেমন ক্রিকেট না দেখলেও, সচিন তেন্ডুলকরের বরবারই বিশাল ফ্যান তিনি৷ কয়েক বছর আগেই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও দেখা হয়েছিল তাঁর৷ তখন থেকেই আরও বেশি ক্রিকেট সম্পর্কে খোঁজখবর রাখেন এই মারাঠি মডেল৷
সম্প্রতি পুনম পাণ্ডে, বীণা মালিক, শেরলিন চোপড়ার মতো অনেক অভিনেত্রীরাই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ‘স্ট্রিপ’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু এব্যাপারে একেবারেই উৎসাহী নন নিকিতা৷ তিনি খেলার মতো সবার প্রিয় একটা বিষয়ে এই ধরণের ‘চিপ পাবলিসিটির’ বরাবরের ঘোর বিরোধী৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্যাটরিনার ‘সাবেক প্রেমিকে’র বাগদান

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সঙ্গে ...