ওটাওয়া: পেশায় একটি ম্যাগাজিনের মডেল এবং অভিনেত্রী। পেশার তাগিদে তাঁকে পোজ দিতে হয় ক্যামেরার সামনে। নিজের সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তিনিই এখন ‘বিশ্বের হটেস্ট মা’।
তিনি ইডলিকো ফ্রেনজি। প্লে বয় নামক একটি ম্যাগাজিনের মডেল। একইসঙ্গে অভিনয়ও করেন ছোট এবং বড় পর্দায়।
কানাডার বাসিন্দা এই অভিনেত্রী মা হয়েছেন ১৬ মাস আগে। মা হওয়ার পর থেকেই তিনি নাকি নিত্যদিন সেক্সি হয়ে উঠছেন। এমনই দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তাঁর কথায়, “আমি প্রতিদিন সেক্সি হয়ে উঠছি। যখন গর্ভবতী ছিলাম তখনও নিজেকে সেক্সি অনুভব করতাম। সব সময় হয়তো অনুভব করতে পারতাম না। কিন্তু সেক্সি হতাম।” তিনি আরও বলেছেন, “মেয়েদের শরীর খুবই সুন্দর হয়। গর্ভবতী হলে তা আরও সুন্দর হয়।” যখন বোঝা যায় যে নিজের শরীরে একটি ছোট্ট অন্য শরীর তৈরি হচ্ছে সেই অনুভূতিটা সত্যিই অনবদ্য।
অন্য সব মহিলাদের মতো এই ইডলিকা ফ্রেনজিকেও গর্ভবতী অবস্থায় শুনতে হয়েছে অনেক সাবধান বানী। অনেকেই বলেছেন গর্ভাবস্থা নষ্ট করে দেয় মেয়েদের শরীর। সেই বিষয়ে এই অভিনেত্রীর বক্তব্য, “গর্ভাবস্থায় আমার জীবন শেষ হয়ে যায়নি। এটা তো একটা জীবনের শুরু হচ্ছে।” একইরকমভাবে তিনি আরও বলেছেন, “আমার ছেলেকে সুস্থ রাখাটাই আমার প্রধান লক্ষ্য। তাঁকে আমি মাতৃদুগ্ধ পান করাবো, এটা খুবই স্বাভাবিক বিষয়।” সন্তানকে মায়ের মাতৃদুগ্ধ পান করানো কোনও লুকানোর বিষয় নয়। সকল মায়েদের এটা প্রকাশ্যে করা উচিত বলেও জানিয়েছেন তিনি। সেই কারণেই নিজের পুত্র সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী ইডলিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন