সোমবার, ১৯ মার্চ, ২০১৮

অর্থসঙ্কটে সলমনের কাছে সাহায্যের আর্তি অসুস্থ অভিনেত্রীর

মুম্বই: ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সলমনের খানের ছবি বীরগতি, মনে পড়ে? এ ছবি দেখে থাকলে, সেখানে সলমনের সহ-অভিনেত্রী পূজা দাদওয়ালকে নিশ্চয় মনে আছে আপনাদের? জানা গিয়েছে, এই অভিনেত্রী খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ অবস্থা এতোটাই সঙ্গীন যে নিজের চিকিৎসার জন্য টাকা নেই তাঁর কাছে৷

 
সূত্রের খবর, পূজা টিবি এবং ফুসফুস সংক্রান্ত অসুস্থতায় জর্জরিত৷ বিগত ১৫ দিন ধরে তিনি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি৷ তিনি নাকি সলমনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন আর্থিক সাহায্যের জন্য৷ কিন্তু সলমনের দিক থেকে এখনও কোনও জবাব আসেনি বলে জানা গিয়েছে৷

 
এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছেন, ৬মাস আগেই নিজের এই অসুস্থতা সম্পর্কে জানতে পারেন তিনি৷ এরপরে তিনি সলমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু এখনও তিনি সলমনের দিক থেকে কোনও জবাব পাননি৷
অভিনেত্রীর দাবি, তিনি অর্থনৈতিক সঙ্কটে রয়েছেন৷ তাই আর্থিক সাহায্য চেয়ে সলমনকে একটি ভিডিও পাঠিয়েছিলেন তিনি৷ তাঁর আশা বলিউড টাইগার এই ভিডিও দেখলে নিশ্চয় সাহায্য করবেন৷ অভিনয় জগত থেকে বিদায় নিয়ে তিনি বহু বছর গোয়াতে একটি ক্যাসিনোর ম্যানেজার ছিলেন৷ তিনি বিগত ১৫ দিন ধরে হাসপাতালে রয়েছেন, আর তাঁর কাছে কোনও টাকা-পয়সা সেই অর্থে নেই৷ এক কাপ চায়ের জন্যও নাকি তিনি অন্যের ওপর নির্ভরশীল৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্যাটরিনার ‘সাবেক প্রেমিকে’র বাগদান

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সঙ্গে ...