কী রয়েছে ক্যারোলেটের মোবাইলে? কী নেই সেখানে! বিনোদনের যাবতীয় রসদ
সেখানেই৷ তাই একপ্রকার বাধ্য হয়ে টুইট করেন ক্যারোলেট,‘আমার ব্যক্তিগত ছবি
কেউ হ্যাক করেছে৷ আমার অনুমতি ছাড়া এটা যে করেছে সে অত্যন্ত বাজে কাজ
করেছে৷’
যদিও ‘নেগেটিভ পাবলিসিটি’ বলেও একটা ব্যাপার থাকে! বেশ কয়েকদিন আগেই দু’বারের চ্যাম্পিয়ন পেজেরও ফোন হ্যাক করে তার কিছু ব্যক্তিগত ভিডিও ও ছবি শেয়ার করে দিয়েছিল হ্যাকাররা৷
যদিও ‘নেগেটিভ পাবলিসিটি’ বলেও একটা ব্যাপার থাকে! বেশ কয়েকদিন আগেই দু’বারের চ্যাম্পিয়ন পেজেরও ফোন হ্যাক করে তার কিছু ব্যক্তিগত ভিডিও ও ছবি শেয়ার করে দিয়েছিল হ্যাকাররা৷
ক্যারোলেট
এলিজাবেথ ফ্লেয়ার বললে ফ্যানেরাও সম্ভবত চিনতে পারবেন না৷ ক্যারোলেট
নামেই তিনি পরিচিত৷ রিং কাঁপানো বছর ৩০ লাস্যময়ী রেসলার এখন খবরের
শিরোনামে৷ পাঁচবারের চ্যাম্পিয়ন রীতিমতো বিপাকে৷ তাঁর ফোনটি হ্যাকড
হয়েছে৷ হ্যাকারদের কেরামতিতে তাঁর ন্যুড ছবি এখন সবার হাতে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন