বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

মাশরাফিকে নিয়ে নতুন আত্মীয়তার সম্পর্কে জড়ালেন মৌসুমী!

মাশরাফি মৌসুমী
জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন সুস্থ আছেন। তার হার্টে ধরা পড়া চারটি ব্লকের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে দু’টি রিং পরানো হয়েছে। একটি ব্লকে পুশ করা হয়েছে। আরেকটিতে রিং পরানো হবে কয়েকদিনের মধ্যে। কিছুটা সুস্থ বোধ হলে স্ত্রী মৌসুমীকে সঙ্গে করে সিলেট থেকে ঘুরে আসেন। সেখানেই দেখা হয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। তবে সেখানে মাশরাফিকে পেয়েই নতুন আত্মীয়তার সম্পর্কে জড়ালেন মৌসুমী। মাশরাফিকে ভাই ডাকেন মৌসুমী।
মৌসুমী বলেন,‘ সিলেটের চা বাগানে পরিবার নিয়ে ঘুরতে এসেছিল মাশরাফি। আমরাও গিয়েছিলাম ঘুরতে। সেখানেই হঠাৎ ওদের সঙ্গে দেখা। অনেক আড্ডা হলো। ওই আমাদের প্রথম দেখে কাছে এসে বলে মৌসুমী আপা, সানী ভাই কেমন আছেন?


সানীর শরীরের খোঁজ নিলেন। অমায়িক একটা মানুষ মাশরাফি। ওকে আমাদের বাসায় নিমন্ত্রন করলাম। আশা করা যায় কোন একদিন এ বোনের বাসায় চলে আসবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ক্যাটরিনার ‘সাবেক প্রেমিকে’র বাগদান

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সঙ্গে ...